মুন্না ইসলাম আগুন দুর্গাপুর প্রতিনিধি
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে-০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, বিকেল ৩ ঘটিকায় ব্রহ্মপুর ক্লাব মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিপ্লব হোসেন ও জিলহজ ইসলাম এর সঞ্চালনায় এবং ৭নং জয়নগর ইউনিয়ন কৃষকদল সভাপতি, জয়নাল আবেদীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল আলম (সমাপ্ত) আহ্বায়ক কৃষকদল রাজশাহী জেলা শাখা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আবুল হোসেন মিঠু, সচিব কৃষকদল রাজশাহী জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক জোবায়েদ হোসেন, সদস্য সচিব দুর্গাপুর উপজেলা বিএনপি, আঃ হান্নান আহ্বায়ক দুর্গাপুর উপজেলা কৃষক দল , এ কে এম মোহাইমেনুল হক (রেনটু) সদস্য সচিব উপজেলা কৃষকদল, মাহাফুজুর হাসনাইন বিআইভিসি সভাপতি, দুর্গাপুর উপজেলা, নাহিদুল হক বিদয় যুবদল ও ছাত্রদল, সাবেক সভাপতি উপজেলা শাখা।
সহ বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল তাঁতি দলের শতশত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।