রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক,ও সামাজিক সংগঠনগুলো উপজেলা পরিষদের মুক্তমঞ্চে মহান নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন । পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, সাবেক পৌর মেয়র কামাল পাশা, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু ইসলাম রফিক, সাধারন সম্পাদক
জামাল তালুকদার, থানা ওসি শিবিরুল ইসলাম,
আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার।
বক্তারা বলেন, তারুণ্যের প্রতীক শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিবাহিনীর গেরিলা যুদ্ধের অন্যতম সংগঠক। রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও শেখ কামাল খুবই সাধারণ জীবনযাপন করতেন। তিনি ছিলেন একাধারে সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক। তিনি যেমন ছায়ানটে সেঁতার বাজিয়েছেন, তেমনি ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়াচক্র নামক ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এই তারুণ্যের প্রতীক শেখ কামাল বেঁচে থাকলে হয়তো বর্তমান বাংলাদেশ যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আরও আধুনিক ও প্রগতিশীল অবস্থানে আসীন থাকতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুসহ পুরো পরিবারের সঙ্গে শেখ কামালকেও আমরা হারিয়েছি।