ঢাকাMonday , 23 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে নানা আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
October 23, 2023 1:12 pm
Link Copied!

রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

প্রতি বছরের মতো এবারো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবং আনন্দঘন পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিন সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের কুল্লাগড়া রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা অনুষ্ঠিত হয়। এ বছর দেবীর আসনে বসিয়ে পূজো দেয়া হয় খুজিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী ৬ বছর বয়সী ভূমি সাহাকে । পৌর শহরের খুজিউড়া এলাকার রনজিত সাহা ও নীলু সাহা দম্পতির ছোট কন্যা ভূমি সাহা।

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে দেবী বন্দনার পাশাপাশি বিপুল আড়ম্বরে কুমারী পূজা উপলক্ষে কুল্লাগড়া রামকৃষ্ণ মিশনে ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের ঢল নামে।

সনাতন ধর্ম মতে, মা ই মহাশক্তির আঁধার। আর পৃথিবীর সবকিছুই মায়ের হাতে। তাই নবমীতে তিথিতে কুমারী বালিকাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হয়।

 

কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারন সম্পাদক

প্রভাত সাহা জানান, প্রতিষ্ঠাকালীন সময় থেকে মহাধুমধামে দূর্গাপূজার নবমী তিথিতে কুমারী পূজা চালু করেছিলেন স্বামী সুখাত্মানন্দজী মহারাজ। সেই থেকে আশ্রমে কুমারী পূজা হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও মহা নবমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে অসংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

দুর্গাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা বলেন, দুর্গাপুরে পৌর এলাকার কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার দুর্গাপুর উপজেলায় ৬৬ টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপুর উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

পূজা শেষে আশ্রমের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST