জিয়াউল হক, উপজেলা প্রতিনিধি দূর্গাপুর,নেএকোনা।
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় ৬ নং কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি এলাকায় মাছের প্রিশারী এবং গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটে।নৈশপ্রহরী জয়নাল মিয়া (৭০)কে খুন করে ৮ টি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, উপজেলার ঝানজাইল বাজারের স্বনামধন্য ব্যবসায়ী, মো:খালেদ মাহমুদ শফির মাছের প্রিশারী এবং গরুর খামারে মৃত,জয়নাল মিয়া দীর্ঘদিন ধরে নৈশপ্রহরীর কাজ করতেন।খামারে ছোট্ট ও বড় মিলিয়ে ১০-১২ টি গবাদি পশু লালন পালন করতেন।
বৃহস্পতিবার (৬মার্চ)সকাল ৭টায়,আরেক কর্মচারী মো: তারা মিয়া খামারে কাজের উদ্দেশ্যে গিয়ে দেখেন গরুর গোয়ালে গরু নাই ও মৃত কর্মচারী জয়নাল মিয়া কে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির পর,খড় রাখার ঘড়ে সিমেন্টের খুটির সাথে বাধা অবস্তায় মৃত জয়নাল মিয়ার লাশ পাওয়া যায়।পরে দূর্গাপুর থানায় খবর দেওয়া হলে প্রসাসনের সদস্যরা এসে লাশ ময়না তদন্তের জন্য নেএকোনা সদর হাসপাতালে প্রেরন করেন।দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: বাচ্চু মিয়া জানান ডাকাতির ঘটনার তদন্ত করে জরিতদের দ্রত আইনের আওতায় আনা হবে।
এ ডাকাতি ঘটনায় এলাকায় থমতমে পরিবেশ বিরাজ করছে এবং থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মৃত, জয়নাল মিয়া পার্শবর্তী পুকুরিয়া কান্দা গ্রামের বাসিন্দা।তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।