ঢাকাMonday , 25 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে রুসার আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন

দেশ চ্যানেল
September 25, 2023 3:02 pm
Link Copied!

রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধ

নেত্রকোনার দুর্গাপুরে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম উদ্বোধন হয়েছে। । সোমবার দিনব্যাপী পৌর শহরের বিরিশিরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে এ চিকিৎসা সেবা উদ্বোধন করেন করেন বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং।
বেসরকারী উন্নয়ন সংস্থা রুসা বাংলাদেশের আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল৷

পরে এক আলোচনা সভায় রুসার নির্বাহী পরিচালক এফএন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা.
মনির হোসেন বরুন, ক্যাম্প অর্গানাইজার মো. আব্দুল হাকিম।

রুসার নির্বাহী পরিচালক এফএন আলম বলেন, অসহায়, দুঃস্থ্যদের চোখের ছানি অপারেশন, ওষুধ ও চশমা প্রয়োজন, কিন্তু এসব চিকিৎসা ব্যবস্থার যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। আধুনিক সুযোগ-সুবিধা সহ চক্ষুসেবা সরাসরি সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিতে দুর্গাপুরে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST