ঢাকাFriday , 3 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • দুর্গাপুরে লেনিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    দেশ চ্যানেল
    November 3, 2023 3:00 pm
    Link Copied!

    রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধ

    নেত্রকোনার দুর্গাপুরে সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক
    মরহুম মবিন ইবনে সাঈদ লেনিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এম কে সি এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন ইবনে সাঈদ সৌরভ।

    ফাইনাল খেলায় অংশগ্রহন করে খরস মামু ভাগিনা স্পোর্টিং ক্লাব বনাম দক্ষিণ পাড়া মজিবনগর স্পোর্টিং ক্লাব। খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয়।
    এরপর টাইব্রেকারে ৬-৫ গোলে খরস মামু ভাগিনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ পাড়া মজিবনগর স্পোর্টিং ক্লাব।

    পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন
    নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা
    আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি এলইডি টিভি।

    এসময় প্রধান অতিথি বলেন, ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই।
    নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST