ঢাকাWednesday , 6 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত

দেশ চ্যানেল
September 6, 2023 2:07 pm
Link Copied!

রফিকুল ইসলাম দুর্গাপুর স্টাফ রিপোটার

হিন্দু ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ বুধবার। নেত্রকোনার দুর্গাপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে । বুধবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও দশভূজা বাড়ী মন্দির কমিটির আয়োজনে মন্দির চত্বর থেকে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশভূজা মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন মন্দির কমিটি বর্নিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এর সঞ্চালনায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুৃমা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুস ছালাম, দশভূজা বাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু, ওসি উত্তম চন্দ্র দেব, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, কালী বাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক বিপ্লব রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা গোবিন্দ দেবনাথ, সুবল দে, বাপ্পী সাহা, প্রদীপ দাস, মিন্টু সাহা, গৌতম দাশ, তুষার সাহা, দিলীপ ঘোষ, রাজেশ গৌড়, ইসকন নেতা হরিচন্দন সাধু প্রমুখ।

বক্তারা শ্রী কৃষ্ণের জন্মষ্টমীতে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ ও মানুষের শান্তি কামনা করেন।

আলোচনা শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST