ঢাকাFriday , 7 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ১৪৪ ধারা অমান্য করে জমি জবর দখল।

দেশ চ্যানেল
February 7, 2025 11:43 am
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুরে ১৪৪ ধারা অমান্য করে জমি জবর দখল করার অভিযোগ ওঠেছে। কাটা হয়েছে জমিতে থাকা বেশকিছু আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের তিওরকুড়ি গ্রামে সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়।

এ সময় ভুক্তভোগী দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, তার ভাষ্যমতে, আদালতে এই জমি নিয়ে মামলা চলছে। মামলায় আদালত ১৪৪ ধারা জারি করেছেন। কিন্তু প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষ মৃত মুনছুর রহমানের ছেলে সাইনুল, মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, মামুনুর রশিদের ছেলে জাহিদ হাসান, মৃত আঃ সামাদের ছেলে সুজন, আলেপের ছেলে রুবেল, ইয়াদালির ছেলে সাইদুল, নুর ইসলামের ছেলে রাজিবসহ বাহির থেকে ভাড়া করে নিয়ে আসা লোকজন নিয়ে ধারালো অস্র দিয়ে আমার জমিতে থাকা আমগাছ গুলো কেটে ফেলে জমি জবর দখল করে নিয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা আরও জানায়, প্রায় ৪২ বছর ধরে ক্ষিদ্রলক্ষীপুর মৌজায় আর এস ৬৯ ও ৭০ নং খতিয়ানে প্রায় ১ একর ৩ শতাংশ জমি ভোগদখল করে আসছেন ভুক্তভোগী রিয়াজুল ইসলাম, মোহাম্মাদ আলী, আলমগীর ও মিরাসহ তাদের স্বজনরা। তবে উক্ত জমি আরএস খতিয়ানে প্রতিবেশী রেকর্ডীয় মালিক মৃত ডুমন মন্ডলের ওয়ারিশগনের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিলে ২০২৪ সালে উভয়পক্ষ ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আদালতে মামলা করেন এবং চলমান আছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল বলেন, জমি সংক্রান্ত বিষয়ে পুলিশের হাত দেওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এসব জমি নিয়ে দু’পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি বর্তমানে পরিবেশ সান্ত রয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST