জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
হিন্দু ধর্মাবলম্বীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজায় ৮দিন বন্ধ থাকবে দেশের অন্যতম চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৯ অক্টোবর সকাল থেকে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে বন্দরে সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।