জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেত্রকোণা।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নেত্রকোণা জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলা, দুর্গাপুর ও কলমাকান্দায় অতিরিক্ত ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার(২৬সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দশভূজা বাড়ি মন্দির পরিদর্শনকালে নেত্রকোণা -৩১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান এই তথ্য জানান।
তিনি বলেন, দুই উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ৩৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই দুর্গোৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ অনুষ্ঠানে আজ থেকে ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।