বিপ্লব সাহা :
আমি ১৯৫২-র ভাষা আন্দোলন দেখি নাই।
আমি ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ দেখি নাই।
আমি বিভীষিকাময় ২৫ মার্চ কাল রাতে দেশের সূর্যসন্তানদের অমানবিকভাবে মরতে দেখি নাই।
এমনকি নব্বইয়ের দশকের স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থান দেখি নাই। দেখি নাই নূর হোসেনের মতন স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রকাশ্যে ঘাতকেরদের বুলেটের রক্তচক্ষু উপেক্ষা করে বুকে লিখে রাজপথে নেমে এসেছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।
কিন্তু আজ আমি স্বচক্ষে দেখলাম, যারা দেশের স্বাধীনতার কথা বলে, যারা ৩০ লক্ষ শহীদদের আত্ম ত্যাগ এবং ৩ লক্ষ বিরঙ্গনার সম্ভ্রমহানির বিনিময় সবুজের বুকে রক্ত খচিত পতাকা পাকিস্তানি পরাশক্তির শৃংখল থেকে মুক্ত হয়ে আজও বাংলার আকাশে উড়ছে।
আর আজ সেই পতাকা দেশের কোন এক শ্রেণীর মানুষেরা আত্ম অহংকার দাম্ভিকতায় কোটি টাকা দামের গাড়ির সম্মুখে লাগিয়ে ওই সকল মানুষদের মুখ থেকে গগনে জ্বলন্ত নক্ষত্রদের রাজাকারের বাচ্চা বলে গালি দিতে শুনেছি।
সেই লাল সবুজের পতাকা তলে আজ আমি প্রকাশ্য দেখলাম বেজন্মা পুলিশদের বুলেটের আঘাতে রংপুরের আবু সাঈদের রক্ত স্রোত ভেসে আসা আরেকটি নতুন ইতিহাসের নাম লেখা।
তুমি দুরান্ত দুর্বার তুমি অকুতোভয়ী নির্ভীক তুমি চিরঅম্লান।
তুমি মিথ্যা কাপুরুষের কাছে মাথা নত করনি
তুমি সত্য ন্যায্য দাবি প্রতিষ্ঠিত করতে নির্বিঘ্নে দিয়ে গেলে প্রাণ।
তোমাকে বিপ্লবী সালাম
পৃথিবীর শেষ দিন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে রক্ত অক্ষরে তোমার নাম।
তুমি বিপ্লবী,
তোমাকে সালাম।