ঢাকাWednesday , 30 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • দেবীগঞ্জে এইচপিভি টিকা নেয়ার পরে আতঙ্কিত হয়ে ১৪ জন অসুস্থ৷ 

    দেশ চ্যানেল
    October 30, 2024 5:06 pm
    Link Copied!

    মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধ।

    পঞ্চগড়ের দেবীগঞ্জে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা নেয়ার পরে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

    এদের মধ্যে ৮ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বাকি ৬ জনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

    দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলো দেবীগঞ্জ উপজেলার কোর্ট ভাজনী লাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মিম আকতার, সপ্তম শ্রেণীর সুজনী রানী ও সেতু আক্তার ষষ্ঠ শ্রেণির আছিয়া আকতার ও মিতু আক্তার।

    যেসব শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় তারা হলেন দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মনসুরা আক্তার, সুমাইয়া আক্তার, মল্লিকা রানী, আয়েশা আক্তার, ইভা আক্তার, স্বর্না আক্তার, অনিতা রানী, রাকিয়া আকতার। তারা বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী।

    দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তুলশী রানী রায় জানান, টিকা নেয়ার পরে আতঙ্কিত হয়ে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ৮ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকি ছয় জন শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের বর্তমানে কোন বড় ধরনের সমস্যা দেখা দেয়নি। তারা বর্তমানে শংকামুক্ত।

    দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান বলেন, টেপ্রীগঞ্জের যে ৬ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে তারা টিকা দেয়ার কারনে ভয়ে আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তারা বর্তমানে সুস্থ আছে। দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী টিকা নেয়ার পরে জ্বরে আক্রান্ত হন সে ভয়েই বাকী ৮ জন শিক্ষার্থী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নেন।

    দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায় জানান, সপ্তম ও অষ্টম শ্রেনীর কয়েকজন শিক্ষার্থীরা ক্লাশে নিয়মিত ক্লাশে পাঠদান করছিল। হঠাৎ তারা জীনের আতংকে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST