দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর জোড়া মসজিদ এলাকায় স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদার পটলের নির্বাচনী প্রচারণার অফিসে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা বুলবুলের সমর্থকদের বিরুদ্ধে।
গত ২ জানুয়ারী রাত অনুমানিক ৯ টার সময় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে অফিস পরিচালনা কারী তুহিন বলেন, আমি ঈগল পাখি মার্কায় ভোট চাই চাচ্ছি। যখন থেকে আমি ঈগল পাখি মার্কার অফিস করেছি তখন থেকেই চেয়ারম্যান বুলবুলের লোকজন আমাকে হুমকিধামকি দিচ্ছি। আজ আমি ছিলাম না আমার অফিসে লোকজন বসা ছিল। চেয়ারম্যান সোহেল রানা বুলবুল এর লোকজন এসে অফিস থেকে লোকজন বের করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়। এবং আমাকে হত্যার হুমকি দেয়। এ সময় ঘটনা স্থানে উপস্থিত এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী দাবি করে ঈগল পাখি মার্কার বিজয় নিশ্চিত জেনে চেয়ারম্যান এর নেতৃত্বে তার সমর্থকরা হুমকি ধমকি দিয়ে আসছে।
এ বিষষয়ে চেয়ারম্যান সোহেল রানা বুলবুল বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সব মনগড়া এর কোন সত্যতা নাই। তারা বিরোধিতার খাতিরে এ ধরনের মনগড়া কাহিনী তৈরি করেছে।
এ সময় ঘটনা স্থান পরিদর্শন করেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তিনি সকলকে আচরণ বিধি না করতে অনুরোধে করেন। এবং অন্যায় কারি যে ব্যক্তি হোকনা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।