মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়িতে টাউন হলে দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন উপলক্ষে সকাল ১০ ঘটিকা থেকে প্রিজাইডিং অফিসার ২২জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১৫২জন মোট ১৭৪জন কে আজ প্রশিক্ষণ দেওয়া হয় এবং আগামীকাল রোজ শুক্রবার ৩০৩ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দ্বিতীয় অধিবেশন ৩ ঘটিকার সময় ভোট গ্রহণকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ শওকত আলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান বলেন নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।