ঢাকাSaturday , 20 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় বারের মত মাধবপুরে আল আমিন ইসলামের উদ্যোগে রাস্তার ঝোপঝাড় পরিচ্ছন্নতা অভিযান।

দেশ চ্যানেল
September 20, 2025 3:41 am
Link Copied!

 মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম

হবিগঞ্জ মাধবপুর বাজার থেকে মনতলা যাতায়াতের রাস্তার দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করার জন্য মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলামের উদ্যোগে ২য় বারের মত ঝোপঝাড় পরিষ্কার অভিযান চলছে।

সড়ক দুর্ঘটনা, চুরি, ছিনতাই,ডাকাতি রোধ ও সব শ্রেণি পেশার মানুষের চলাচল নিরাপদ করতে সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক ও মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আল আমিন ইসলামের।

শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সকাল থেকে মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক ও মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আল আমিন ইসলামের নেতৃত্বে মাধবপুর-মনতলা সড়কের আলাকপুর থেকে রাজনগরের মধ্যে রাস্তার দুইপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করে স্বেচ্ছাসেবক দলের এই নেতা।

এই রাস্তার চলাচলকারী যাত্রী সাধারণ ও যানবাহন ড্রাইভাররা যাতে ডাকাতের শিকার না হয় এবং তা প্রতিরোধ করার জন্য এই ঝোপঝাড় অভিযান পরিচালনা করা হয়।

আল আমিন ইসলাম ৪/৫ দিন আগে যখন কাজ শুরু করেন তখন বলেছিলেন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ চলবে,এরই ধারাবাহিকতায় আজ সকালে রাজনগর থেকে আলাকপুর পর্যন্ত কীটনাশক ছিটিয়ে দেওয়া হয় যাতে আগাছা গুলো পুড়ে যায়।

সিএনজি ড্রাইভাররা বলেন, রাতের বেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালানো অনেক ঝুঁকি হয়ে পড়েছে এক তো ডাকাত দলের কারণে,তারপর আবার সড়ক দূর্ঘটনা ও ঘটতে পারে।

মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক ও মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আল আমিন ইসলাম বলেন, আমাদের রাজনীতিই হল মূলত মানুষের সুখ দুঃখ নিয়ে।এই রাস্তার ঝোপঝাড় গুলো পরিষ্কার করার জন্য আমি গত কয়েকদিন আগে চেষ্টা করেছি লোকবল কম থাকার কারণে শুধু দুইটা মোড় পরিষ্কার করতে পারি,আর বাকী জায়গায় আজ কীটনাশক ছিটিয়ে দিলাম, যাতে পুড়ে যায়।আশা করি নির্বিঘ্নে যানবাহন চালক এবং যাত্রী সাধারণ চলাফেরা করতে পারবেন এই রোডে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST