আবু তালহা রাফি, হাটহাজারী উপজেলা প্রতিনিধি
৫ই আগষ্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে উপাচার্য নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। যার ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সহ সকল কার্যক্রম স্থবির রয়েছে।
ইতিমধ্যে সকল স্বায়িত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হলেও নিয়োগ হয় নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এহেন অবস্থায় দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে আজ বুধবার (১১ই সেপ্টেম্বর) সকাল ১১:০০ টায় জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ওবায়দুল্লাহ মোহাম্মদ আলী। তিনি বলেন, চবিতে ভিসি নিয়োগ দেওয়া রাষ্ট্র সংস্কারের অংশ, বিপ্লব পরবর্তী এক মাস অতিবাহিত হলেও চবিতে এখনো ভিসি নিয়োগ দেওয়া হয়নি, আমরা বলতে চাই আজকের ভিতরে উপাচার্য নিয়োগ দিতে হবে।
চবির ভিসি অবশ্যই শিক্ষা বান্ধব ও যোগ্য ব্যাক্তি হবে, কোন দলকানা হবে না। ভিসির নিজস্ব মতাদর্শ থাকতে পারে তবে সে তার নিজস্ব মতাদর্শ প্রতিষ্ঠা করতে পারবে না, বরং শিক্ষার্থী বান্ধব হবে।
১৭-১৮ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হলেও আমাদের এখানে কোন ভিসি নিয়োগ হয় নি। এক মাস পার হওয়ার পরেও আমরা কেনো পরীক্ষা দিতে পারি না, আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারি না, আমাদের ভার্সিটি কেনো স্থানীয়দের আড্ডাখানায় পরিণত হবে, ক্যাম্পাস কেনো নেশাখোরদের আস্তানায় পরিণত হবে, আমাদের অভিভাবক হীন কেনো থাকতে হবে, সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ভিসি নিয়োগ দিতে হবে।
১৯-২০ সেশনের এক শিক্ষার্থী বলেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমরা সকল কিছু থেকে বঞ্চিত, ভিসি নিয়োগও তার ব্যতিক্রম নয়। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দিতে হবে। সেশনজটের ভয়াবহতা আমাদের সামনে অপেক্ষা করছে, এজন্য সবার আগে আমাদের বিষয়টি বিবেচনা করতে হবে।
আরো বক্তব্য রাখেন ১৯-২০ সেশনের শিক্ষার্থী মাসুদ রানা। তিনি বলেন, আমি ড. ইউনুসকে জানাতে চাই, বিশ্ববিদ্যালয় কর্তৃক আমার হাতে একটি কার্ড দেওয়া হয়েছে যে কার্ডের মেয়াদ দেওয়া আছে ২০২৫ পর্যন্ত। অথচ আমার অনার্স শেষ করতে করতেই ২৫ সাল এসে যাবে, তাহলে আমি মাস্টার্স করবো কোথা থেকে। যদি আমাদের ভালো চান তাহলে দ্রুত ভিসি নিয়োগ দেন।
সবশেষে বক্তব্য রাখেন ১৭-১৮ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি। তিনি বলেন, আগামীকালের মধ্যে ভিসি নিয়োগ দিতে হবে, তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। আমাদের দাবি যেনো গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।