মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়েছে ।
রাজশাহী জেলায় ইতিমধ্যে প্রতিটি কলেজ কমিটি প্রকাশ করা হয়েছে যা তৃণমূলে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে ।
আজ ৮ ই মে ২০২৫ সকাল ১১ টায় ধোপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজ অডিটোরিয়াম রুমে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।
সভায় ধোপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজের নবগঠিত কমিটির সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও পুটিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব হুমায়ুন কবির ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম , ৪ নং ভাল্লুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিবুল ইসলাম রাসা , ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন , জিউপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ , দপ্তর সম্পাদক সৌমিক শীল মারিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিব , পুঠিয়া পৌর ছাত্রদল নেতা আজম,ধোপা পাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল হোসেন সিনিয়র সহ-সভাপতি ইলহাম আহমেদ সিনহা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সরকার সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম দপ্তর সম্পাদক আনিসুর রহমান প্রচার সম্পাদক পারভেজ হোসেন , মহিলা বিষয়ক সদস্য মোসাম্মৎ মেহনাজ মসরিন সহ অত্র কলেজের ছাত্রছাত্রীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির বলেন আমরা এখানে যে কমিটি দিয়েছি তা বিভিন্নভাবে যাচাই-বাছাই করে শুধুমাত্র ত্যাগীদেরই মূল্যায়ন করা হয়েছে যারা ১৭ বছর ছাত্রলীগের বিরুদ্ধে মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলেছে তাদেরকে আমরা এই কমিটিতে এনেছি। আমরা আশা করব এই নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের সকল সিদ্ধান্ত মেনে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে সুশৃংখলভাবে রাজনীতির চর্চা করবে । একটা কথা মাথায় রাখতে হবে আজকে তুমি ছাত্র ভবিষ্যতে তুমি এই প্রতিষ্ঠানেরই শিক্ষকতা করার যোগ্যতা রাখতে পারো । তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানে ছাত্রদলের পতাকাতলে একজন নারী শিক্ষার্থী এসেছে আমরা চাই তার মত যেন সকলেই আমাদের শিক্ষা ঐক্য প্রগতি পতাকা ভাই সংগঠনের ছায়াতলে আসেন।