মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁঃ
অদ্য ৩০ অক্টোবর ২০২৫ ইং তারিখ,সময় আনুমানিক রাত ১১ টায় এসআইপি সদস্যের তথ্যের ভিত্তিতে, ১৬ বিজিবি অধিনায়ক,লেঃকর্ণেলঃমোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি এর সরাসরি নির্দেশে নওগাঁ সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার, নায়েব সুবেদার মোঃ আঃ ওয়াদুদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করার সময় সীমান্ত মেইন পিলার ২৩৬ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে ৮০০ গজ পূর্ব দিকে পশ্চিম বিরামপুর নামক এলাকায় আসামির বাড়ির পাশের পুকুর পাড়* (জিআর নং- ৪৬৫৭৪৩ এমএস ৭৮/সি/০৮,৭৮/সি/১২) অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতিতে একজন আসামিসহ ১০০ পিস ট্যাপেন্টেডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয।
আসামি মোঃ উজির কান্ত (৩৫) পিতা মৃত-আঃ সাত্তার গ্রাম- পশ্চিম বিরামপুর পোস্ট- আলাদিপুর থানা-সাপাহারজেলা- নওগাঁ সিজার মূল্য ১।ট্যাপেন্টেডল ট্যাবলেট-১০০×১৫০=১৫,০০০/- এই রিপোর্ট লেখা পর্যন্ত আসামি সহ মাদকদ্রব্য সাপাহার থানায় আইন গত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৬ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল আরিফুল ইসলাম মাসুম পিএসসি, বলেন, আমরা মাদক সহ অবৈধ পথে আসা বৈদেশিক কোন সামগ্রী ছাড় দিব না। বিশেষ করে মাদক আমাদের দেশে যুব সমাজকে বিপদগ্রস্ত করে ফেলেছে। এই মাদক সকল অপকর্মের জনক,এই বিষয়ে বিজিবি জিরো টলারেন্স ঘোষণা করেছে।বর্ডার এলাকা সহ নওগাঁর সাধারণ মানুষের কাছে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি আপনারা সবাই সহযোগিতা করলে কাজের গতি আরও বেড়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                