মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর -এর সহায়তায় ১৮আগস্ট সোমবার সকাল ১১.০০মিনিট এ দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে নিয়ামতপুর উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা শরিফ উল আলম এবং সঞ্চালনা করেন উপজেলা আইসিটি তথ্য কর্মকর্তা রাশেল রানা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা আব্দুল লতিফ,সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, নির্বাচন কর্মকর্তা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম নিয়ামতপুর থানার ডিএসবির সাব ইন্সপেক্টর বাবুল,হান্নান,পলাশ কুমারসহ প্রমুখ ।