মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁর নিয়ামতপুরে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল ও গেইন বাংলাদেশ এর সহযোগিতায় গতকাল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পুষ্টি কমিটির সদস্য সচিব ডা.ফয়সাল নাহিদ পবিত্র। এছাড়াও মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন ড. মনির হোসেন গেইন বাংলাদেশ প্রতিনিধি ঢাকা, মো. আবুল বাশার প্রকল্প ম্যানেজার কারিতাস রাজশাহী অঞ্চল, মো. বাবুলাল তির্কী , উপজেলা অফিসার কারিতাস (কল)। এসময় পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম , প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল লতিফ, নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক ও নিয়ামতপুর স্কুলের শিক্ষকগণ , ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ প্রমূখ ব্যক্তিবর্গ ।