মোঃ আব্দুল আজিজ,নওগা:
অদ্য ১৩/১১/২৪ ইং তারিখে নওগাঁর মান্দা উপজেলা কাশুপাড়া ইউনিয়নে কুলিহার মোড়ে এক বিশাল পথ সভা জনসভায় রুপ নেয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আগামী মান্দা উপজেলার ভবিষ্যৎ ও কৃতি সন্তান ডাঃ ইকরামুল বারী টিপু এম বি বি এস,সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদস্য উপজেলা আহবায়ক কমিটি উপজেলা বিএনপি।
সভাপতিত্বে ডাঃমোজাম্মেল হোসেন স্হানীয় বিএনপি সিনিয়র নেতা।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মোজাম্মেল হক যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি,মোঃসাইদুর রহমান মোল্লা সদস্য আহবায়ক কমিটি মান্দা উপজেলা বিএনপি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃকাদের সভাপতি সৈনিক সংস্থা মান্দা উপজেলা শাখা। মোঃনূরবক্স মন্ডল সদস্য আহবায়ক কমিটি, মোঃমহসীন আলী সভাপতি কলেজ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখা, মোঃওবায়দূল হক যুগ্ম আহবায়ক সেচ্ছাসেবক দল মান্দা উপজেলা শাখা, মোঃজাহাঙ্গীর আলম বিদ্যুৎ সাঃসম্পাদক শ্রমিক দল মান্দা উপজেলা শাখা, মোঃইব্রাহীম হোসেন সাঃসম্পাদক সাবেক ইউনিয়ন বিএনপি,আরও বক্তব্য বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে ডাঃইকরামুল বারী টিপু বলেন বর্তমান যে সরকার আছেন তারা সংস্কার করে অতি দ্রুত একটা জাতীয় ইলেকশন দিবেন এই আশা করি। আমাদের প্রান প্রিয় নেতা তারেক জিয়া ইতি পূর্বেই ২১ রকম সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সংস্কারের নামে এভাবে সময় ক্ষেপন করতে দেওয়া হবে না। গত ২০০৬ সালের পর থেকে আমরা বহু নির্যাযিত হয়ে বহু নেতা মৃত্যু এবং পূঙ্গুত্ব বরন করেছে। অনেক নেতৃবৃন্দ মিথ্যা মামলায় জেল খেঠেছে এখনো অনেক নেতা কর্মি মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরছে। আগামী ইলেকশনে আপনারা একত্রিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নিজেদের মধ্যে ভূল বুঝাবুঝি অবশান করে সবাই একত্রে ধানের শীষে ভোট দিয়ে আমরা আপষ হীন দেশ নেত্রী খালেদা জিয়া কে ক্ষমতায় বসাতে হবে। এই ছাত্র জনতার আন্দোলনে যে সকল ছাত্র জনতা নিহিত ও আহত হয়েছেন তাদের মূল্যায় করতে হবে। আগামী দিনে আর যেন আওয়ামী লীগের কোন দিন ক্ষমতায় আসতে না পারে। আওয়ামী লীগের নেতা কর্মিরা এ দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই কথাগুলো মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের সংগঠনের কেহ যেন বিপদ গামী না হয়।যদি বিএনপির কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কোন এধরণের রিপোর্ট পাওয়া যায় তাহলে তাহাকে সংগে সংগে দল থেকে বহিষ্কার করা হবে।