মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলছে ডেঙ্গু রোগির সংখ্যা।ডেঙ্গু আতঙ্কে রয়েছে উপজেলার মানুষ।
হাসপাতালের তথ্য মতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৩ জন, বর্তমানে ভর্তি আছে ১৬ জন।
এ বিষয় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত ইউ এইচ এফও বলেন এ পর্যন্ত ১২৭ জন ডেঙ্গু রোগিকে চিকিৎসা দেওয়া হয়েছে, বর্তমানে ১৬ জন রোগি ভর্তি আছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বসত ঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে। রাতে ঘুমানোর সময় কয়েল জ্বালিয়ে ও মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে।