ঢাকাMonday , 20 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নগরকান্দায় চুরির অভিযোগে আসামীকে আটক করলো পুলিশ

    দেশ চ্যানেল
    November 20, 2023 11:16 pm
    Link Copied!

    মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :

    ফরিদপুরের নগরকান্দা থানাধীন পৌরসভার ৫ নং ওয়ার্ড গাংজগদিয়া ( গাল্স স্কুল সংলগ্ন) সৈয়দ এনামুল হক বাসায় চুরির ঘটনায় ও ভয়ভীতি হুমকি দেওয়ায় তার স্ত্রী ফরিদা পারভীন (৪৪) বাদী হয়ে প্রতিবেশী সাইফুল মাতুব্বর (৪০) পিতা- মোঃ শুকুর মাতুব্বর গ্রাম- খৈয়া, থানা – নগরকান্দা জেলা ফরিদপুর ১৯ নভেম্বর রাতে নগরকান্দা থানায় একটি মামলা করেন। করেন। মামলা নং ১৩(জিআর- ২৯৭/২০২৩)। ধারা ৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড। নগরকান্দা থানা পুলিশ সরেজমিনে তদন্ত করে এবং ২০ নভেম্বর বিকালে পৌরসভার মডেল মসজিদ চত্বর এলাকা থেকে আসামী সাইফুল মাতুব্বর কে আটক করে। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন ১৬ নভেম্বর ২০২৩ ইং সকাল ৮ ঘটিকা হইতে ১৮ নভেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে যে কোন সময় বাড়িতে ও ঘরে প্রবেশ করে একটি মোবাইল,নগদ টাকা, স্বর্নগয়না সহ চুরাই মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ায় আসামীর বিরুদ্ধে মামলা করেন।
    মামলার বাদী ফরিদা পারভীন বলেন, আমার স্বামী চাকরি করে বাড়িতে থাকেনা। আমি ১৭ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমার অসুস্থ বোন কে দেখতে যাই এবং ১৮ নভেম্বর সকালে নগরকান্দায় আমার বাড়িতে আসি এবং দেখতে পাই আমার ঘরের মালামাল জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এছাড়া গত ৪ নভেম্বর ২০২৩ ইং তারিখে রাত আনুমানিক ১০ টা ১০ মিনিটের সময় ছেলের হাতে থাকা আইফোন জানালার পাশ থেকে টান মেরে নিয়ে জায় সাইফুল মাতুব্বর, বিষয়টি স্হানীয় লোকজনকে জানাইলে ক্ষিপ্ত হয়ে আমার ঘরে ঢুকে মারধর, ক্ষতি করার হুমকি দেয়।
    আসামী পুলিশের হাতে আটক থাকায় তার বক্তব্য জানা যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তদন্ত বিকাশ মন্ডল বলেন,বাদীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা রুজু করি এবং আসামীকে আজ সোমবার বিকালে আটক করে থানায় নিয়ে আসি।কাল কোর্টে প্রেরণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST