মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় কৃষি অধিদপ্তর থেকে ১৬৩ জন পারিবারিক পুষ্টি বাগান চাষীদের মাঝে বিনামূল্যে পুষ্টি উপকরণ বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে পারিবারিক পুষ্টিবাগান চাষীদেরকে ৬ টি ফলের চারা,খরিপ-১ ও ২ মৌসুমে শাক- সবজির বীজ,বীজ সংরক্ষণ পাত্র, জৈব সার,নেট,ঝাজড়ি বিতরণ করেন। বিতরণ কালে ছিলেন নগরকান্দা কৃষি অফিসার তিলক কুমার সহ ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।