মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে ডিলারদের বিরুদ্ধে। ৩০ আগস্ট বুধবার টিসিবির পন্য বিতরণ করেন খাদিজা এন্টারপ্রাইজ, সিটি স্টোর,আরজু নামে তিন ঠিকাদারি প্রতিষ্ঠান। চরযশোরদী ইউনিয়ন মোট ৭৯২ জন স্বল্প মূল্যে টিসিবি পন্যের সুবিধা ভোগ করছে ।প্রধানমন্ত্রীর স্বল্প মূল্যে খাদ্য সহায়তা কার্ড প্রতি প্যাকেজ ২ কেজি ডাল,২ কেজি তেল,৫ কেজি চাল ৪৭০ টাকা মূল্যে ক্রয় করছেন।পন্য বিতরণের সময় জাতীয় পরিচয় পত্র দিয়ে আগে বাগে টিসিবির পন্য এক ব্যক্তি একাধিকবার টিসিবির মাল উত্তলন করে নিচ্ছে বলে সুবিধা ভোগী অনেকেই বলেন।টিসিবির পন্য বিতনে ট্যাগ অফিসার হিসাবে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার। টিসিবির পন্য বিতরণে অনিয়ম এর বিষয় ট্যাগ অফিসার বলেন আমি ৫ টা ৩০ মিনিট সময় পর্যন্ত ছিলাম তখন ঠিক ভাবে দেওয়া হয়েছে তারপর কি হয়েছে আমি জানিনা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন টিসিবির পন্য ডিলাররা বিতরণ কবে করবে তা ইউএনও স্যার আর আমি জানব আজ চরযশোরদী ইউনিয়নে ডিলাররা টিসিবির পন্য বিতরণ করছে তা আমি জানিনা।ডিলারা কার্ডধারীদের অনেককেই চাল পায়নি তেল ও ডাল না দিয়ে শুধু ৫ কেজি চাল দেয়। স্হায়ী ইউপি সদস্য ফারুক হোসেন তার ৬ নং ওয়ার্ডের ৩৫ টি কার্ডের পন্য কৌশলে উত্তলন করে নিয়েছে বলে জানা যায়। এবিষয় ফারুক মেম্বার কোন কথা বলতে নারাজ।ডিলারা মাল কম দিয়ে ২ বস্তা চাল(১০০ কেজি), ৫০ কেজি সোয়াবিন তেল,মুসুরির ডাল ৫০ কেজি বহনকারী ট্রাকে লুকিয়ে নিয়ে যায়।ডিলারদের সাথে ফোনে এবিষয় জানতে চেস্টা করলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি।