লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ধানে শীষে মনোনয়ন চেয়ে গণসংযোগ, মিছিল ও পথসভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪ টার দিকে লেহাগড়া উপজেলা পরিষদের মেইন গেটের সামনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ, মিছিল ও পথসভা করেন।
গণসংযোগ ও মিছিলে নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান সিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, লোহাগড়া স্বেচ্ছাসেবেক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আখতার হোসেন, পৌর ছাত্রদল নেতা কাজী ইবনে ইউসুব নাঈম, লোহাগড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী শিল্পী বেগম, সাধারণ সম্পাদক ডলি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া বেগমসহ জেলা ও উপজেলা বিএনপি ও তাঁর সহযোগি সংগঠনের নেতা-কর্মী, সমাথর্করা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা তাঁর সাথে ছিলেন।

