জেলা প্রতিনিধি নড়াইল
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী প্রচার প্রচারণার পালে হাওয়া লাগছে। এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ শুক্রবার সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় দলীয় নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
জুম্মার নামাজের পর নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ দিঘলিয়া বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে দোয়া মাহফিলে যোগদান করেন। এরপর তিনি লোহাগড়া পৌর সভার ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে লক্ষ্মীপাশায় নির্বাচনী অফিস উদ্বোধন শেষে নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারে গণসংযোগ করেন। সন্ধ্যায় তিনি লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চর শালনগর এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন শেষে নোয়াগ্রাম ইউনিয়নের দেবী এলাকায় গণসংযোগ শেষে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। জয়পুর ইউনিয়নের চাচই মধ্যপাড়ায় গণসংযোগ, মতবিনিময় সভা শেষে ওই এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন। রাত ৯ টার দিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লোহাগড়া শহরের ফয়েজ মোড় সংলগ্ন এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং মতবিনিময় সভায় মিলিত হন।
উল্লেখ্য যে নেতারা বলেন আগামীতে ধানের শীষ সরকার গঠন করবে। দেশে ও দেশের মানুষের উন্নয়ন হবে।আমরা টিলে বা কলসে ভোট দিবো না। আমরা ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

