জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামীদের সাথে মৃত আকবার হোসেন শেখের পরিবারের সাথে দীঘদিন ধরে গ্রাম্য ও সামাজিক দলাদলি নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ প্রতিপক্ষের হাতে নির্মম ভাবে খুন হন আকবার হোসেন শেখ। আকবার হোসেন শেখ লোহাগড়া থানার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মিকাইল হোসেনের ছেলে।এঘটনায় লোহাগড়া থানায় হত্যা মামলা রুজু হয়।
জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর নির্দেশনায় অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই নিক্কন আঢ্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ০৭ এপ্রিল (সোমবার) অত্র মামলার এজাহার নামীয় আসামী মোঃ জাকারিয়া মোল্যা ওরফে জাকির ও মোঃ জাহিদুল ইসলাম সাদ্দামকে হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয়ের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে অত্র এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন হত্যা মামলার গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।