ঢাকাMonday , 25 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নড়াইলে পুলিশের ঝটিকা অপারেশন আন্ত:জেলা ডাকাত দলের দুই ডাকাত ধরাশায়ী

    দেশ চ্যানেল
    September 25, 2023 4:23 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি নড়াইল

    নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে নালিয়া পাড়া গ্রামে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই ডাকাতকে গ্রেফতার করছে লোহাগড়া থানা পুলিশ।

    পুলিশ সুত্রে জানাগেছে গত ২০ সেপ্টেম্বর রাত অনুমান ১ টার সময় লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া (উত্তরপাড়া) গ্রামের সমর মজুমদারের দ্বিতল বিল্ডিং বসত বাড়িতে অজ্ঞাতনামা ৩/৪ জন ডাকাত নিচতলার দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে সমর মজুমদারের ভাতিজা পলাশ ও পলাশের মা শোভা রাণীকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও ০৩টি মোবাইল ফোনসহ মোট ৪ লাখ,১৬ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর সমর মজুমদার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন।

    গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই শেখ মো: মোরছালিন পুলিশের একটি চৌকস দল নিয়ে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া বেড়ীবাঁধ সুইচগেট এলাকা থেকে ডাকাত দলের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাত মকবুল হোসেন(৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চৈতন খালী গ্রামের মৃত রহমান আলীর ছেলে এবং মোঃ ইব্রাহিম(৩৮) ফরিদপুর জেলার সদরপুর থানার মেছেরডাংগী গ্রামের মৃত রজব আলী মুন্সির ছেলে। এ সময় ডাকাতদের নিকট হতে একটি তালা কাঁটার লোহার রেঞ্জ এবং লোহার রড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় ৪ টি ডাকাতি,২ টি দস্যুতা ও একটি চুরি মামলা রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

    আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST