ঢাকাSaturday , 4 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

    দেশ চ্যানেল
    November 4, 2023 2:23 pm
    Link Copied!

    উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

    নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন।
    পুলিশ-জনতা ঐক্য করি
    স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”
    কমিউনিটি পুলিশিং এর এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করার জন্য বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম নির্দেশনায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ উদযাপিত হয়।
    শনিবার (৪ নভেম্বর) সকাল ৯.৩০ মিনিটের সময় নড়াইল শহরের মুজিব চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং “কমিউনিটি পুলিশং ডে” লেখা সংবলিত বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। অতঃ পর মুজিব চত্বর হতে সদর থানা পর্যন্ত বর্ণাঢ্য রালী করা হয়।
    রালী শেষে সদর থানা প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল । পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন তার বক্তব্যে কমিউনিটি পুলিশিং এর উৎপত্তি, ইতিহাস, বিস্তার এবং এর সুফল সম্পর্কে আলোকপাত করেন। তিনি কমিউনিটি পুলিশিং এর মূলনীতির উপর বিশদ আলোচনা করেন। তিনি তার বক্তব্য আরো বলেন, কমিউনিটি পুলিশিং হল People oriented, Pro-active, Participatory & Problem solving (4Ps) Approach যার মাধ্যমে আইন-শৃঙ্খলা সমুন্নত রেখে peaceful society গঠন করা সম্ভব । Sustainable Development Goals(SDGs) এর Goal 5: Women Empowerment এবং Goal 16 : Peace Security & Strong Institution অর্জন করতে কমিউনিটি পুলিশের কার্যকারিতা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প -২০৪১ বাস্তবায়ন করতে 4 Ps কমিউনিটি পুলিশিং দরকার‌। এসময় তিনি বাংলাদেশ পুলিশে কমিউনিটি পুলিশিং এপ্রোচকে ইনস্টিটিউশনালাইজেশন করতে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বিপিএম (বার) সহ সকল আইজিপি মহোদয় গণের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
    পুলিশ সুপার তাঁর বক্তব্যে আরও বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থায় সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করার কথা বলা হয়েছে। গত ২৮ অক্টোবর নিহত পুলিশ কনস্টেবল আমিরুল হোসেন পারভেজ এর কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য সবাইকে সজাগ থাকতে বলেন। তিনি এ সময় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে পুলিশি সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে সকল অংশীজনের যৌথ প্রচেষ্টায় সুন্দর, সুশৃঙ্খল শান্তিপূর্ণ নড়াইল গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
    প্রধান অতিথি সহ বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে নড়াইল জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং চর্চার মাধ্যমে আইনশৃঙ্খলা সমুন্নত রাখার ভূয়সীপ্রশংসা করেন।
    আমন্ত্রিত অতিথিবৃন্দ সকল অংশীজন ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে মাদক, জুয়া ও সাইবার অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন দমনসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে আলোচনা করেন এবং সকলের যৌথ প্রচেষ্টায় অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নড়াইল গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
    কমিউনিটি পুলিশে অবদান রাখার জন্য এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে জনাব শেখ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (নি:), লোহাগড়া থানা এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে মোঃ মনিরুজ্জামান মল্লিক, সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি’দেরকে বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
    এ সময় বিশেষ অতিথি সুভাষ চন্দ্র বোস, চেয়ারম্যান, নড়াইল জেলা পরিষদ ও সভাপতি জেলা আওয়ামী লীগ, নড়াইল মোঃ নিজাম উদ্দিন খান নিলু, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, নড়াইল; আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা; বিকাশ চন্দ্র দাশ, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট, নড়াইল; মোঃ মনিরুজ্জামান মল্লিক, সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং, নড়াইল মো: হাসানুজ্জামান, সদস্য সচিব, জেলা কমিউনিটি পুলিশিং, নড়াইল; বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু; বীর মুক্তিযোদ্ধা এম এ বাকী; জেলা পুলিশের বিভিন্ন পদমযার্দার কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সমাজ সেবকগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আনসার ও ভিডিপি’র সদস্যবৃন্দ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST