জেলা প্রতিনিধি নড়াইল :
নড়াইলের কালিয়া উপজেলায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাদেরকে মঙ্গলবার (৫ মে) ভোরে কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার (৪ মে) দিবাগত রাতে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে থেকে তাদেরকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কলাবাড়িয়া চরকান্দিপাড়ায় জলিল শেখের ছেলে জাহিদুল শেখ (৫০) একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ(৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ(৪০)।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলমান স্থানীয় দ্বন্দ্ব, সংঘাতের সম্ভাবনা এবং অবৈধ অস্ত্র মজুদের স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ এ যৌথ অভিযান পরিচালনা করে। মধ্যরাতে শুরু হওয়া এই অভিযান থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজন গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র পিস্তল ১ টি, ২ রাউন্ড গুলি, রামদা ১০ টি, সেনিদা ২ টি, চায়নিজ কুড়াল ৩ টি, চাপাতি ৭ টি, টেটা ৫ টি, বল্লম ১ টি।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতারের ঘটনায় কালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।