ঢাকাSunday , 23 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের মানববন্ধন।

দেশ চ্যানেল
March 23, 2025 3:35 pm
Link Copied!

 নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার আয়োজনে শনিবার দূপুরে নড়াইল প্রেসক্লাব চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার ৩টি উপজেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপজেলা সহকারী শিক্ষা অফিসারগণ এ কর্মসূচিতে অংশগ্হন করেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি চৌধুরী মোঃ আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মোকশুদুল হক।

বক্তাগণ বলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ বর্তমানে ১০ম গ্রেডে কর্মরত আছেন। এসব কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের প্রশাসনিক ও একাডেমিক তত্ত্বাবধায়ক, মেন্টর, মনিটর, এসিআর ও ছুটি প্রদানকারী তথা সার্বিক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা। সম্প্রতি মহামান্য আদালতের নির্দেশে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ১০ম গ্রেড প্রাপ্ত হয়েছেন। এক্ষেত্রে প্রধান শিক্ষক ও ইউএপিইও একই গ্রেডভুক্ত হওয়াতে তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টি ও চেইন অফ কমান্ড ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারনে আমাদেরকে দশম থেকে নবম গ্রেডে উন্নীত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি ।

মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST