জেলা প্রতিনিধিঃ নড়াইল
নড়াইলের লোহাগড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী’সহ ৩ কন্যা সন্তানের বিষপান, এক সন্তানের মৃত্যু বরণ।
মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুরে ২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামের মোঃ টিটু মোল্যা (৩৫) ও স্ত্রী পলি বেগম (৩০) এর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মোবাইলে কথোপকথনে ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধরে অভিমানে স্ত্রী পলি বেগম তিন কন্যাকে সঙ্গে নিয়ে বিষপান করেন। এ ঘটনায় ১৪ মাস বয়সের ছোট কন্যার মৃত্যু হয়েছে।
মোঃ টিটু মোল্যা(৩৫) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর লংকারচর গ্রামের মৃত. হবি মোল্যার ছেলে। মোঃ টিটু মোল্যা বর্তমানে গাজীপুরের একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। চাকুরির সুবাদে তিনি গাজীপুরেই থাকেন। তার স্ত্রী মোসাঃ পলি বেগম(৩০), প্রথম কন্যা আমেনা খানম(০৫), দ্বিতীয় কন্যা আফসানা খানম(০৩) ও ছোট কন্যা মিম(১৪ মাস)। তিন কন্যাকে সাথে নিয়ে স্ত্রী পলি বেগম মোঃ টিটু মোল্যার গ্রামের বাড়ি উত্তর লংকারচর গ্রামেই বসবাস করে আসছিলেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুর ২টার দিকে মোসাঃ পলি বেগম তার স্বামী মোঃ টিটু মোল্যার সাথে পারিবারিক বিষয় নিয়ে মোবাইলে কথোপকথনে ঝগড়া-বিবাদ করেন। এক পর্যায়ে স্ত্রী পলি বেগম অভিমানে বিষ খাওয়ার কথা বলে মোবাইল ফোনটি কেটে দেয়। স্বামী টিটু মোল্যা স্ত্রী পলি বেগমকে বারবার কল করলে স্ত্রী কল মোবাইল রিসিভ না করায়, ঘটনার ২০ মিনিট পর স্বামী মোঃ টিটু মোল্যা তার বাড়ীর পাশের এক দোকানদার আসমানকে মোবাইল ফোনে ঘটনার বিষয় জানান। এবং দোকানদার আসমানকে দ্রুত তাদের বাড়ীতে খবর নিতে বলেন। দোকানদার আসমান দ্রুত মোঃ টিটু মোল্যার বাড়িতে পৌঁছায়। এ সময় দোকানদার আসমান দেখে তার স্ত্রীসহ তিন কন্যা বিষপান করেছে।তখন দোকানদার আসমান স্থানীয় লোকজনের সহায়তায় মোঃ টিটু মোল্যার স্ত্রী মোসাঃ পলি বেগম(৩০), প্রথম কন্যা আমেনা খানম(০৫), দ্বিতীয় কন্যা আফসানা খানম(০৩) ও ছোট কন্যা মিম(১৪ মাস) দেরকে নিয়ে দ্রুত প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে গোপালগঞ্জ সদর হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মোঃ টিটু মোল্যার ছোট কন্যা মিম মৃতবরণ করে। অন্যদের অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে মোঃ টিটু মোল্যার স্ত্রী মোসাঃ পলি বেগম(৩০), প্রথম কন্যা আমেনা খানম(০৫), দ্বিতীয় কন্যা আফসানা খানম(০৩) দেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন এবং ছোট কন্যা মৃত. মিমকে তার গ্রামের বাড়িতে প্রেরণ করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃত. দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাসহ যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।