ঢাকাSunday , 22 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নদী বাঁচাতে যশোরের ডিসি’র নিকট নাগরিক অধিকার আন্দোলনের স্মারকলিপি প্রদান। 

    দেশ চ্যানেল
    September 22, 2024 3:43 pm
    Link Copied!

    মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

    “নদী বাঁচলে বাঁচবে দেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবসে যশোরের সকল নদী অবৈধ দখলমুক্ত করণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার অনুরোধ জানিয়ে নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর নেতৃবৃন্দ যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংগঠন এর আহবায়ক মাস্টার নুর জালালের নেতৃত্বে যশোরের নবাগত জেলা প্রশাসক এর হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোর কমিটির সদস্য সাবেক অধ্যাপক বোরহানুস সুলতান, সাবেক অধ্যক্ষ হারুন উর রশিদ, বিনয় কৃষ্ণ মল্লিক, মোবাশ্বের হোসেন বাবু, এ্যাড. কায়েস, আহসানুল্লা ময়না, জাহিদ গোলদার, ডাক্তার আব্দুল্লাহ, শামিমা ইসলাম লিপা, রবিউল ইসলাম ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু।

    স্মারকলিপিতে বলা হয় নদী আমাদের জীবন, সংস্কৃতি এবং পরিবেশের একটি অপরিহার্য অংশ। নদী শুধু আমাদের পানি সরবরাহ করে না বরং জীবন ধারণের জন্য অপরিসীম বিভিন্ন সম্পদ প্রদান করে। যশোরের ভৈরব, কপোতাক্ষ, মুক্তেশ্বরী, বেতনা, চিত্রা, নবগঙ্গা ও ফটকি নদীগুলি আজ প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন। যেমন দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অবৈধ দখল। এই বিশেষ দিনে আমরা আমাদের এই নদীগুলোকে রক্ষার করার অঙ্গীকারের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি। প্রাথমিক পর্যায়ে ভৈরব ও কপোতাক্ষ নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও জোয়ার ভাটা নিশ্চিত করার দাবী জানাচ্ছি। একই সাথে এই নদীগুলো সুরক্ষায় আপনি জোর পদক্ষেপ নিয়ে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন বলে আশা রাখি। জেলা প্রশাসক এই ব্যাপারে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST