ঢাকাThursday , 17 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ- রুদ্র গ্রাম সড়কে বড় বড় গর্ত ঝুঁকি নিয়ে চলাচল

দেশ চ্যানেল
August 17, 2023 6:41 am
Link Copied!

মোঃ তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ-রুদ্র গ্রাম সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। দুই বছর ধরে সংস্কার না হওয়ায় ০৯ কিলোমিটারের সড়কটিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারীরা। বৃহস্পতিবারে সরেজমিনে দেখা গেছে, নবীগঞ্জ-রুদ্র গ্রাম সড়কের নাদামপুর, বাউশা, চৌধুরী বাজারএলাকাসহ অধিকাংশ স্থানে বড় বড় খানাখন্দ। ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলছে সিএনজি,অটোরিকশা, মোটরসাইকেল পণ্যবাহী ট্রাক, মাহিন্দ্রাসহ ছোট-বড় যানবাহন। পথচারী এবং সাইকেল আরোহীরা প্রায়ই এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন।স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কটি সংস্কারে উদ্যোগ না নেওয়ায় এসব বড় বড় গর্ত তৈরি হয়েছে।মাঝে মধ্যে ইটের খোয়া দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করা হলেও লাভ হয়নি।নাদামপুর এলাকার বাসিন্দা হাসান চৌধুরী বলেন, রাস্তা মেরামত না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কয়েক দিন আগে ইটের খোয়া ফেললেও তা উঠে গিয়ে আবার গর্ত সৃষ্টি হয়েছে।বৃষ্টির কারনে নাদামপুরে রাস্তা ভেঙ্গে বড় বড় গর্ত হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। বাইসাইকেল চালক সাগর আহমেদ বলেন, কয়েক দিন আগে তিনি গর্ত পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান। নবীগঞ্জে বেশির ভাগ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নাদামপুর এলাকার রাস্তার অবস্থা খুব খারাপ। ওই এলাকা দিয়ে চলাচল করা খুব কঠিন। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানান এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST