মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলা বোরো ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ও বিষয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, আরো উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: সেলিম তালুকদার, সাংবাদিক মো: সফিকুল ইসলাম নাহিদ, সপন রবি দাশ প্রমুখ উপকারভোগী কৃষকেরা। ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। নবীগঞ্জ উপজেলায় ৪৭ হাজার ৪ শত ৪৭ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বিজ, এবং ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বিজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে।