নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ পৌরসভার শহর অঞ্চলে ঢিলেঢালা ভাবে চলছে ড্রেনের কাজ এবং কাজের মান নেই নিয়ে প্রশ্ন জনে মনের মধ্যে!
এদিকে জানা যায় নবীগঞ্জ পৌরসভায় বিগত দুইবছর আগে শুরু হয় ড্রেনের কাজ,প্রথম অবস্থায় কাজের মান মোটামুটি ভালই ছিলো কিন্তু পরিবর্তিতে কাজের মান নিয়ে অনেকেইর মনে প্রশ্ন জাগের!!
আবার অল্প মেঘেই শহর পরিনিতি হয় নদী তার মাঝে আবার ঢিলেঢালা ভাবে চলছে ড্রেনের কাজ, সবমিলিয়ে নবীগঞ্জ শহরবাসী আগামীতে সাগররের মধ্যে পড়তে যাচ্ছে। স্থানীয় সুত্রে জানা যায় টিকাদার লেবার কমিয়ে তাদের মন মত করে কাজ করছে ব্যবসায়ীদের সাথে কানামাছি খেলছেন , এদিকে কাজ নিয়ে নেই কোনো তদারকি, আবার প্রায় সময় কাজ ও বন্ধ থাকে, এই বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন এখন বর্তমানে সোনালী ফসল এর সিজন, আর ধান সংগ্রহ করতে বিভিন্ন গ্রাম অঞ্চলে যেতে হয় বড় বড় ট্রাক নিয়ে কিন্তু রাস্তা ড্রেনের জন্য খুরে রেখে দিয়েছে।
এই অবস্থায় গাড়ি চলাচলের খুবিই বিঘ্নিত হচ্ছে ও যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ও আছে। নবীগঞ্জ শহরের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দাবী যেতো দ্রুত সম্ভব ড্রেনের কাজ শেষ করা হোক