ঢাকাTuesday , 29 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নানা অনিয়মের অভিযোগে বাকেরগঞ্জ থানার বিতর্কিত ওসি সফিকুল বদলি।

দেশ চ্যানেল
April 29, 2025 12:09 pm
Link Copied!

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলামকে অবশেষে বদলি করা হয়েছে। থানায় দায়িত্ব গ্রহণের ৬ মাসের মাথায় তাকে এই পদ থেকে সরিয়ে নেওয়া হলো। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় যোগ দেন ওসি মোঃ সফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহনের ১১ দিনের মাথায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ অক্টোবর তাকে বরিশাল পুলিশ লাইনে ক্লোজ করা হয়। পরবর্তীতে ১৬ অক্টোবর পুনরায় তাকে বাকেরগঞ্জ থানায় দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে ধর্ষণ মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করা, একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া, আওয়ামীলীগ নেতা-কমীদের প্রকাশ্যে এলাকায় অবস্থান ও মামলা রেকর্ডের নামে ঘুষ গ্রহণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সম্প্রতি এক তরুনীকে ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করার অভিযোগ ডিআইজিকে জানায় ওই তরুনীর পরিবার।

এইসব ঘটনায় তীব্র সমালোচনা ও চাপের মুখে শেষমেশ ওসি মোঃ সফিকুল ইসলামকে বদলি করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST