মোঃ রইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
বিএনপি ও জামায়াতের ডাকা ৭২ ঘন্টার অবরোধের ১ম দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় বিএনপি,পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।ত্রিমুখী সংঘর্ষে ৩ জন পুলিশ সদস্য সহ বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছেন,এবং বিএনপি সমর্থিতরা কয়েকটি বাসে ভাঙচুর চালায়।
সরে জমিনে গিয়ে দেখা যায়-মঙ্গলবার সকাল প্রায় ৮ ঘটিকার দিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় বিএনপি’র কর্মীরা জড়ো হয়ে,রাস্তার মাঝখানে কাঠ, বাঁশ,গাছের গোড়ালি, সিমেন্টের বড় বড় পিলার ফেলে এবং টায়ার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল করে ।
পরে বিএনপি নেতা কর্মীরা সরকার বিরোধী স্লোগান দিতে থাকে।অপরদিকে বিএনপি নেতাকর্মীদের দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে আসলে শুরু হয় দাওয়া-পাল্টা দাওয়া।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিএনপির অবরোধকারী নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট,পাটকেল নিক্ষেপ শুরু করে।পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে সকাল ১০ ঘটিকার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ বলেন-বিএনপি নেতা কর্মীদের দেখে আওয়ামীলীগ ও পুলিশ সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এতে বিএনপির অনেক নেতা কর্মী আহত হয়।