মোঃরইস উদ্দীন(রিপন)স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল যাত্রীবাহী বাসে বৃহস্পতিবার মধ্যরাত প্রায় ১১টা ৫০ মিনিটের দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে,ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।সরকার পতনের ১ দফা আন্দোলন দাবীতে বিএনপি ও জামায়াত সহ তাদের শরিক দলগুলো বৃহস্পতিবার(৪ঠা নভেম্বর)সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত,রাজধানী ও নারায়ণগঞ্জে মোট ৪ টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।প্রত্যক্ষদর্শীরা জানায়-হঠাৎ অনাবিল যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।তাৎক্ষণিক নারায়ণগঞ্জ আদমজী ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে ছুটে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।এর আগে ৩-৪ ঘন্টার ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার ৪ঠা নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তবে প্রতিটি অগ্নিকাণ্ডের স্থানেই দক্ষতার সাথে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।এদিকে সরকার পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি ও জামাতের সারাদেশে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে,৫ ও ৬ ই নভেম্বর সারাদেশে দ্বিতীয় দফায় অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও জামাত সহ তাদের শরিক দলগুলো।এর আগে ৩১ শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত টানা ৩ দিনের ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি জামাত ও তাদের শরিক দলগুলো।