ঢাকাTuesday , 16 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী।

দেশ চ্যানেল
December 16, 2025 10:35 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:

রাজনৈতিক নানা জল্পনা-কল্পনার মধ্যেই নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর)আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ।হঠাৎ এ সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।মঙ্গলবার দুপুর ১:৩০ মিনিটে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।শীতলক্ষ্যা নদীর তীরঘেঁষা শিল্পনগরী নারায়ণগঞ্জ বরাবরই রাজনীতি,অর্থনীতি ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।এই জেলার ৫ নম্বর আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে স্পর্শকাতর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।নির্বাচনের প্রাক্কালে প্রার্থীর সরে দাঁড়ানো তাই স্বাভাবিকভাবেই ভোটার ও রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে।সরে দাঁড়ানো প্রার্থী মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন-সবার আগে পরিবার ও নিরাপত্তা।আমার পরিবার আমার নিরাপত্তা নিয়ে শংকিত।বিগত কিছুদিনের ঘটনায় পরিবারের সদস্যরা ব্যথিত।এছাড়া কিছু নিরাপত্তাজনিত ইস্যু আছে।এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত না।মডেল মাসুদ নারায়ণগঞ্জের মানুষের বৃহত্তর স্বার্থ, রাজনৈতিক বাস্তবতা এবং দলীয় ঐক্যের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এই সিদ্ধান্ত নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।শিল্পাঞ্চল, বন্দর, ব্যবসা-বাণিজ্য ও শ্রমজীবী মানুষের জেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে ভোটের রাজনীতি বরাবরই বহুমাত্রিক।একজন প্রার্থীর সরে দাঁড়ানো অন্য প্রার্থীদের প্রচারণায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।নারায়ণগঞ্জের সাধারণ ভোটারদের অনেকেই মনে করছেন,যেই প্রার্থীই নির্বাচনে থাকুক না কেন, তাদের প্রত্যাশা একটাই-উন্নয়ন,কর্মসংস্থান,যানজট নিরসন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ।এখন দেখার বিষয়, এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর)আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে নতুন চমক কি আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST