ঢাকাMonday , 10 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নাশকতার মামলায় সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী কারাগারে।

দেশ চ্যানেল
February 10, 2025 6:35 am
Link Copied!

মুন্না ইসলাম আগুন দূর্গাপুর উপজেলা প্রতিনিধি রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্গাপুর থানায় দায়ের করা সন্ত্রাস ও নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন তারা। এর আগে উচ্চ আদালত থেকে তারা আগাম জামিন নিয়েছিলেন।

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট শরিফুল ইসলাম জানান, উচ্চ আদালত শর্তসাপেক্ষে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিল। জামিনের মেয়াদ শেষে গত ৩০ জানুয়ারি তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত ৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।

রোববার দুপুরে রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শারমিন আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুট্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আদম আলী, একই ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল ইসলাম, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাঁচুপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শ্রীপুর ওয়ার্ডের চাঁন মিয়া এবং ছাত্রলীগ নেতা তুষার।

এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, এই আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শরিফুজ্জামান শরিফ ও পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ সেপ্টেম্বর উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদাত হোসেন বাদী হয়ে সন্ত্রাস, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৭০ জন এজাহারভুক্ত আসামির পাশাপাশি আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST