মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় নিখোঁজের ৫ দিন পর নদী হতে মোবারক হোসেন (৪৫)নামের এক যুবলীগ নেতার ভাসমান লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।গতকাল বুধবার বিকেল আনুমানিক ৪:২৫ মিনিটের দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার ব্রহ্মপুত্র নদী হতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোল-নগর এলাকার আওয়ামী লীগ নেতা আউয়াল মিয়ার ছেলে ও সাদিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য।তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান-গত ৫ দিন পূর্বে আমার বড় ভাই মোবারক হোসেন রাতে কাজের জন্য বাড়ি হতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।বাড়িতে না ফেরার কারণে অনেক খোঁজাখুঁজি করা হয়,এবং তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে তাকে না পেয়ে পরিবারের সকলেই চিন্তিত হয়ে পড়েন।উপায়ান্তর না পেয়ে নিখোঁজের ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি)করা হয়। বুধবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় স্থানীয় এলাকাবাসী তার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পুলিশ খবর পেয়ে নিখোঁজের লাশটি উদ্ধার করলে মোবারককে চিহ্নিত করা হয়।বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান,বুধবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়।পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্ত শেষে সবকিছু জানা যাবে।