মোঃ আব্দুল আজিজ নিয়ামত পুর ,নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর নিয়ামতপুরে পুুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশু আরিফের মৃত্যু হয়েছে । বুধবার (২৪ এপ্রিল ) সকালে উপজেলার হাজীনগর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আরিফ ওই গ্রামের বারিকের ছেলে।
নিহত শিশুর স্বজনরা জানান, সকাল ৭ টার দিকে কোন এক সময়ে আরিফ সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পানিতে পড়ে যায়। এসময় দ্রুত তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্থ্যকেন্দ্রে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত কুমার দেখার পর মৃত্যু ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।