তপন দাস নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে পরিচয় হীন একটি অর্ধগলিত মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার পৌরসভা এলাকার ৪ নং ওয়াড এর একটি ধানক্ষেত থেকে কঙ্কাল টি উদ্ধার করে জলঢাকা থানা পুলিশ।
পুলিশ এবং স্হানীয় সুত্রে জানা যায় দুপুরে আজিজুল ইসলাম নামে একজন দিনমজুর অন্যের জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে একটি কঙ্কাল দেখতে পায়, পরে সেই দিনমজুর প্রথমে কুকুর বা শেয়ালের কঙ্কাল মনে করে কীটনাশক ছিটিয়ে জমির মালিক কে বিষয়টা জানালে তারা কাছে গিয়ে কঙ্কাল টি দেখে জলঢাকা থানা পুলিশ কে বিষয়টি অবগত করে । পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
তবে লাশ টি কার কেউ চিনতে পারছে না বলে অনেকে জানিয়েছে। আবার অনেকে ধারণা করছে কিছু দিন আগে জলঢাকার বাংলা গ্রাম এলাকা থেকে এক বৃদ্ধা ওষুধ কেনার জন্য জলঢাকা শহরে আসলে আর বাসায় ফিরে যায়নি, হয়তো এই কঙ্কাল টি ঔ বৃদ্ধার হতে পারে।
এদিকে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা দুপুর আনুমানিক ২.৩০ এর দিকে খবর পাই যে পৌরসভার ৪ নং ওয়াডের ধানক্ষেতে একটি কঙ্কাল পরে আছে তবে সেটি কিসের কঙ্কাল কেউ চিনতে পারছে না তখন আমরা সেখানে গিয়ে ডোম এর মাধ্যমে কঙ্কাল টি নাড়াচাড়া করার এক পর্যায় তার মাথা টি পাই যে টি দেখতে আমরা নিশ্চিত হই যে এটি একটি মানুষের কঙ্কাল তবে এটি কার কঙ্কাল আমরা তা সঠিকভাবে বলতে পারছি না কারন কিছু দিন আগে বালা গ্রাম এলাকা হতে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছিলেন ।
তবে আমরা কঙ্কাল টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি ।