ঢাকাFriday , 6 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ যুবক আহত ১

দেশ চ্যানেল
October 6, 2023 3:28 am
Link Copied!

তপন দাস নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে প্রশান্ত কুমার রায় (২০) বছর বয়সী এক যুবক।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে নীলফামারীর সদরের পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা চায়না কোম্পানির সামনে নীলফামারী – ডোমার এশিয়ান হাইওয়ের সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত যুবক সদরের টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী এলাকার মৃত চন্দন রায়ের ছেলে। এবং পেশায় একজন রাজমিস্ত্রীর শ্রমিক বলে জানা যায়। এসময় তার সাথে থাকা তার বন্ধু মোহাম্মদ মোশাররফ হোসেন (২২) গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সরজমিনে গেলে কয়েকজন জানান রাতে হালকা বৃষ্টি পড়ছিলো এসময় নিহত যুবক এবং তার বন্ধু দুজনে মিলে একটি মোটরসাইকেল করে ডোমারের যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে তারা মোটরসাইকেল সহ রাস্তায় পড়ে গেলে ডোমার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার একজনের মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ঘটনাস্থলে মারা যায়

বিষয় টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন আমরা সংবাদ পাওয়া মাত্র ঘটনা স্হলে ছুটে যাই এবং লাশ উদ্ধার করে নীলফামারী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক প্রাইভেট কারটি ও মোটরসাইকেল টি উদ্ধার করে নীলফামারী সদর থানায় নিয়ে আসা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST