জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা সংবাদদাতা,নেএকোনা।
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় ১৫ বছরের মেয়ে নিজ বাবার হাতে ধর্ষিত, দূর্গাপুর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষিত ঔ কিশোরী জানান, দীর্ঘদিন যাবৎ তার বাবা তাকে উত্ত্যক্ত করে আসছিল, গত ৫ মাস আগে জোরপুর্বক তাকে ধর্ষন করা হয়।এরপর থেকে নানান ধরনের ভয় ভীতি দেখিয়ে নিয়মিত তার বাবা তার সাথে শারিরিক মেলামেশা করেন।ভুক্তভোগীর মায়ের সাথে কথা বলে জানা যায়,তার স্বামী তার মেয়েকে জৌরপূর্বক ধর্ষন করে,এতে কিছুদিন ধরে মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন ঘঠলে মেয়েকে নিয়ে দূর্গাপুর একটি ডায়াগনোষ্টিক সেন্টারে প্রেগনেন্সি টেস্ট করানো হলে বলা হয় সে প্রেগনেন্ট।পরে গোপনে ময়মনসিংহ একটি বেসরকারী ক্লিনিকে গিয়ে গর্বপাত করানো হয়।বিষয়টি আশেপাশের কাওকে বলতে চাইলে,মেয়ের বাবা মেয়ে ও মেয়ের মা কে মারধর করে।তাই ভয়ে ভুক্তভোগী ভুক্তভোগীর মা কাউকে বিষয়টি বলেননি, পরে মেয়ের বড় বোনকে জানানো হলে গত (২৫ মার্চ)মঙ্গলবার রাতে তার মা বাদী হয়ে দূর্গাপুর থানায় ধর্ষনের মামলা দায়ের করেন।এবং আশেপাশের মানুষ জানাজানি হলে অবিযুক্ত মেয়ের বাবা(৫৫) পলাতক রয়েছেন।
এ বিষয়রি নিয়ে কথা বললে দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান,ধর্ষনের একটা অভিযোগ পেয়েছি,অবিযুক্ত আসামী কে খুব দ্রত গ্রেফতার করা হবে।