উপজেলা প্রতিনিধি, দূর্গাপুর নেএকোনা।
নেত্রকোনার কেন্দুয়া থেকে মামুন (৩১) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন উপজেলার চরখিদিরপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
ময়মনসিংহ র্যাব, ১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কেয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, একজন কর্মচারীকে দায়িত্ব পালনকালে বাধা দেওয়ার উদ্দেশে আঘাত করে মামুন। এ ঘটনায় ২০১৯ সালে তার বিরুদ্ধে মামলা হয়। কয়েক মাস আগে মামুনকে ওই মামলায় ৭ মাসের সাজা দেয় আদালত। তবে রায়ের পর থেকে মামুন পলাতক ছিলেন। গোপন সংবাদে গতকাল বুধবার দিবাগত রাতে চরখিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ ক্যাম্পের র্যাবের একটি দল। পরে মামুনকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মামুনকে কারাগারে পাঠানো হয়েছে।