নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর ৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলামের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তার অনুসারীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এসে বসুর উত্তর বাজার বাইপাস সড়কে এসে মিলিত হয়।
ফখরুল ইসলামের গাড়ি বহর বসুরহাট এসে পৌছলে নেতাকর্মীরা মিছিল নিয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষণ করে হাসপাতাল গেইট এসে শেষ হয়।
মিছিল শেষে বিএনপির নেতা নোয়াখালী ৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেনম।
মিছিল চলাকালীন বিএনপির নেতা ফখরুল ইসলাম বসুরহাট বাজার অবস্থানকৃত ব্যাবসায়ী ও সাধারণ মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।