সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ৪ শ গ্রাম গাজা সহ কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাস ষ্টান্ড থেকে আটক করেছে দু’ মাদক ব্যাবসায়ীকে ।
পুলিশ সুত্রে জানাগেছে আটককৃত মাদক ব্যাবসায়ীরা লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মোঃ জনি খান (৩২) একই গ্রামের পান্নু শেখের ছেলে রাজিব শেখ (৩৭)। আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট।
১০ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সুজিত সরকার ও এএস আই ছদরুল আলমের নেতৃত্বে লোহাগড়া থানার পুলিশের অভিযানিক দল এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যাবসায়ীদের আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৪০০(চারশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এঘটনায় আটককৃত ২ জনের নামে মাদক নিয়ন্ত্রণ আইন লোহাগড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।